Read all the blogs of dreamweavestations here

this is logo

Dream Weave Stations

Blog id: 670a250a0a06f56a340b7196

এ আই এর খুঁটিনাটি

Date: 12th October 2024

Showaib bin Nasir

এইসব ডেভিন, চ্যাটজিপিটি, বার্ড ব্লা ব্লা এসবের কোনোটাই না, আপনার চাকরি আপনি নিজেই খেয়ে দিচ্ছেন। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, চলেন একটু ঘেটে ঘুটে দেখি কথা কি ঠিক নাকি ভেজাল আছে!

আজকে থেকে বেশি না ঠিক দুইটা বছর আগের কথা যদি আমরা চিন্তা করি, তখন এআই এর দাপট একদম ছিলো না বললেই চলে। তখন সিচুয়েশন ছিলো কি? আমি নতুন একটা কাজ শিখতে যাবো, সেটা হতে পারে প্রোগ্রামিং বা যে কোনো ধরণের সফট স্কিল অর এনিথিং এল্স। এবার এটার জন্য কোনো এক বড় ভাই বা বন্ধু থেকে পরামর্শ নিবো। সেই বড় ভাই বলে, 'আরেহ এই কাজ শিখে কি হবে? এখন তো অলিতে গলিতে ফ্রীলেন্সার, এসব কাজ করে খেতে পারবি না'। আরেকজন বলে, 'আমার এক অমুক বড় ভাই বলছে এই কাজ অনেক কঠিন, ভেজাইল্লা, শেখার পরে কাজ ও পাচ্ছেনা'

এই যে দুইটা এক্সাম্পল দিলাম এইটা ওই সময় ইভেন এখনো রেগুলার বেসিসে আমাদের সাথে হয়ে আসছে। এখানে হলো টা কি? কিছুই না, যাস্ট আপনার ব্রেইনকে একটা এলার্ট দিয়ে রাখছে, একটা নেগেটিভ এলার্ট। যেটা আপনার পিছু আর ছাড়বে না, সব সময় একটা ভয়ের মধ্যে রাখবে। এই যে এতো কষ্ট করে, এতো টাকা খরচ করে একটা কাজ শিখলাম যদি এইটা কোনো কাজেই না আসে তাহলে করবো কি? এইরকম একটা ভাবসাব ওয়ালা ভ্যেলু আমাদের ব্রেইন রিড অনলি ভেরিয়েবলে স্টোর করে রাখে।
এবার আসেন বর্তমান সময়ে। এখনো কিন্তু সেইম ব্যাপারটা হচ্ছে কিন্তু একটু আপডেট ভার্সনে। এখন তথাকথিত সেই বড় ভাই বা বন্ধুর ভাষ্য 'আরেহ, এসব শিখে কি হবে ব্যাটা, এআই এর যুগে এসবে পাত্তা পাবি না, তুড়ি মেরে এসব কাজ ২সেকেন্ডে করে দিবে।'

এবারো কিন্তু সেই সেইম নেগেটিভ এলার্ট ক্রিয়েট করে দিচ্ছে। এবার আপনি সিচুয়েশনের সাথে মিলাবেন। দেখবেন আসলেই তো, কাজ তো করেই দিচ্ছে এআই, এখন পার্ফেক্টলি না করলেও আগামী ৫বছর পর তো পারবে৷

চলেন এবার সামারীতে আসা যাক। দুইটা টাইমফ্রেম, কাহিনী একই, তবে মেথড আলাদা। যখন এআই ছিলোনা তখনও আপনার ব্রেইনকে আপনি পারমিশন দিচ্ছিলেন নেগেটিভ এলার্টকে স্টোর করার, যখন এ আই আসলো তখনও আপনি সেইম কাজটাই করতেছেন। তাহলে এবার চিন্তা করেন এখানে মেইন শত্রুটা কে আপনার লাইফে। হ্যাঁ, এই যে আপনি নিজে। আপনি নিজের মনের কথা না শুনে মানুষের কথার উপর নির্ভর করে এখনো ওই জিরো নওলেজে পরে আছেন। একটা সেক্টর থেকে টাকা ইনকাম হবে কি হবে না সেটা সম্পুর্ণ নির্ভর করে আপনার এক্সপার্টাইজের উপর। যেই কাজটাই ধরতেছেন এনসিউর করেন যে ওই কাজটাতেই আপনি বেস্ট। বেস্ট না হলেও মনে প্রাণে বিশ্বাস করেন যে আপনিই বেস্ট। Kunfu Panda মুভিতে পো এর বাবার একটা কথা আপনার মাথায় খুব ভালো ভেবে গেঁথে রাখতে হবে:

'There is no secret ingredients. To make something special, you just have to believe it is special'

দেখবেন সব আপনার হাতের মুঠোই। মোট কথাই আপনার ক্রিয়েটিভিটি, আপনার আইডিয়া শুধুই আপনার। আপনি যেভাবে জিনিসগুলো অরগানাইজ করতে পারবেন, যেভাবে হ্যান্ডেল করতে পারবেন আপনার মতো করে, এটা শুধু আপনিই পারবেন। এআই তো এক্সিস্টিং আউটপুট গুলো এনালাইসিস করে ওর মতো করে ও একটা কাজ করে দিবে। হ্যাঁ, এটা ঠিক যে আপনার লার্নিং কার্ভ এর গ্রোথের জন্য যদি আপনি এআইকে ইউজ করতে না পারেন তখন কিন্তু অনেক পিছিয়ে যাবেন। এআইকে উইজ করলে একদিকে আপনার প্রডাক্টিভ কাজ, বা কাজ শেখার জন্য বেনেফিশিয়াল হবে তেমনি আপনি এআই এর বিহেভিয়র সম্পর্কে একটা ধারণাও পেয়ে যাবেন, যেটা আপনার উপকারেই আসবে।

অর্থাৎ যেটা বলতে চাচ্ছি, ভয়টা দূর করে যেটা হওয়ার ইচ্ছে, তার একটা রোড ম্যাপ করে ওই অনুযায়ী আগানো শুরু করেন। ইনকামও আপনার পিছে পিছে আসতে থাকবে ইন শা আল্লাহ!

In a nutshell, AI or experts around you, use both of them as your learning sources or helping hands rather than consider them as your threats.


Showaib bin Nasir
A self-learner
Founder of Dreamweave Stations.

Share to social media

insta
dreamweavestations

A good design is not only aesthetically pleasing, but also functional. It should be able to solve the problem

Section

Address

53, Kazi Nazrul Islam Road, Chittagong, Bangladesh, 4000

© All rights reserved by Dreamweave stations

facebookinstagramlinkedIntelegram
main logo

Dream weave stations