মানুষ স্বভাবতই কেনো জানি একটু অহংকারী ধরণের। কেউ যদি বলে আমার মাঝে অহংকার নেই তাহলে সে ডাহা মিথ্যের আশ্রয় নিয়েছে বলে আমি মনে করি। উদাহারণ দিয়ে নি একটা:
আমরা নিজেরা সবসময় নিজেদের পরিশ্রম, কষ্ট, ত্যাগ এগুলো হাইলাইট করতে করতে এমনভাবে ব্যাস্ত হয়ে পরি যে আশেপাশে মানুষের করা পরিশ্রম, কষ্ট ও ত্যাগ গুলোকে তুচ্ছ বলে মনে করি। ওই মানুষটা যতই কষ্ট করুক না কেনো, আমাদের মাঝে এমন একটা ভাব চলে আসে যে, "আরে ধুর, এ আর এমন কি কষ্ট। এর চাইতে আরো কষ্টে নিজেকে এই অবস্থাতে নিয়ে আসছি।" এই ধরণের ব্যাপারগুলো আমাদের ক্লিয়ারলি অহংকার শব্দটিকে রেফার করছে।
দেখুন আপনি যত বেশিই কষ্ট করুন না কেনো, পরিস্থিতি অনুযায়ী আমাদের সবার পরিশ্রম আমাদের ক্ষেত্রে সমানুপাতিক। এমনটা ভাবার কোনো মানেই নেই আমি সবার চাইতে বেশি স্ট্রাগল করেছি হেন তেন। ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থেকে ভিন্ন ভিন্ন মানুষের পরিশ্রমের গল্প ভিন্ন ভিন্ন। আর পরিশ্রমের কথা ফ্লেক্স নিয়ে বলারও কিছু নেই। যদি বলতেই হয়, অন্যকে ইন্সপায়ার করার জন্য হয়তো আপনার সফলতার গল্প শুনাতে পারেন, আপনার স্ট্রাগলের গল্প শুনাতে পারেন। কিন্তু ঢালাওভাবে নিজের প্রচারণার জন্য কিংবা অন্যের প্রচেষ্টাকে ছোট করে দেখানোর জন্য কিংবা নিজেকে একটা কিছু মনে করানোর জন্য ফ্লেক্স নেওয়ার কোনো মানেই হয় না, নেহাৎ বোকামিও বটে। এতে অপর ব্যাক্তি মনক্ষুন্ন হয়, এবং তার মাঝে একটু হলেও এই ফিলিংসটা আসে যে সে আসলেই ঠিক পথে এগুচ্ছে তো?
আসুন মিলে মিশে থাকি। একে অপরের সাহায্য করি। দল মত নির্বিশেষে বার মতামত, সবার প্রচেষ্টা, সবার ত্যাগকে সম্মান করি। আমরাই দেশের জনগন দেশের বর্তমান এবং দেশের ভবিষ্যৎ। পরিবর্তনটা হউক আমাদেরকে দিয়েই। নিজেরা শুদ্ধ হলেই দেশ সংস্কারে এবং উন্নয়নে আমরা এগুতে পারবো।
শোয়াইব বিন নাছির
Let’s speak with honesty for a moment.
It is often said that human beings are inherently a little egotistical, whether or not we are willing to accept it. They say I have no ego at all. I would say, well, that’s kind of a folly. Here’s what I mean:
We usually are so self-centric that we forget to give due respect to the hardships other people have gone through. Sometimes despite their performance, we think, “Oh, please, that’s nothing. I had it a lot worse to get to where I am right now.” That kind of reasoning? Yes, pure stupidity.
No matter how much effort you put in, our struggles are proportional to our situations. There's no point in thinking, "I've struggled more than everyone else." Everyone’s story of hard work varies from different perspectives. And there's no need to flex about hard work either. If you must talk about it, share your story to inspire others, talk about your success or your struggles. But there's no point in flexing just to promote yourself, belittle others’ efforts, or boost your ego. That's pure foolishness. It makes the other person feel disheartened, and they might start questioning whether they are even on the right path.
Let's come together. Let's help one another. Regardless of our differences in opinions, let's respect everyone's efforts and sacrifices. We are the people of this country, we are present as well as future. Let the change begin with us. If we purify ourselves, we will be able to contribute to the reform and development of our country.