Read all the blogs of dreamweavestations here

this is logo

Dream Weave Stations

Blog id: 68e2f111612ce92fa57451bc

মুখে এক মনে অন্য আরেক - পার্ট ০১ | শোয়াইব বিন নাছির

Date: 5th October 2025, 11:28PM

Mohammad Showaib bin Nasir

গুনে গুনে ৩০টা দিন পার হলো দেশ ছেড়ে চলে আসার। আসলে মানুষ ন্যাচারালি খুবই অদ্ভুদ এবং খুবই এডাপ্টিভ। এই যে একটা মানুষ, যে কখনো ফ্যামিলি ছাড়া ১টা সপ্তাহ কাটালো না জীবনে, এই মানুষ ফ্যামিলি ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে, ঘর বাড়ি এবং দেশ ছেড়ে ওভার পাঁচ হাজার মাইল দূরে। এর ভিতর পুরো দমে ভার্সিটির কাজ শুরু, ক্লাস-ওয়ার্কশপ, লগবুক রেডি করা ব্লা ব্লা ব্লা। মোটামুটি ব্যাস্ত সময়ের শুরু বলা চলে।

যেদিন ইমিগ্রেশন লাইন ক্রস করি ওইদিন ওয়েটিং পেরিওডে ভাবছিলাম কিভাবে থাকবে এই মানুষগুলোকে ছাড়া, কিভাবে বাল্যকালের বন্ধুদের রেগুলার আড্ডা ছাড়া থাকবো। কিন্তু ওই যে বললাম, মানুষ ন্যাচারালি খুবি এডাপ্টিভ প্রাণী। অনেকটা পানির মতো। যেই পাত্রে রাখা হয় ওই পাত্রের আকার ধারণ করে ফেলে। যার দরুন দিব্যি কেটে চলছে দিনগুলো। এটা পারার হয়তো আরেকটা কারণ আমি আমার চাচার বাসায় আছি উনার ফ্যামিলি সাথে। ছোট ছোট ভাই বোন গুলোর সাথে, চাচা চাচির সাথে কথা বলতে বলতে সময় গুলো কেটে যায়, প্রবাসে থাকা খুব কম সং্খক বাঙ্গালী এই প্রিভিলেজটা পায়, যা না থাকলে হয়তো আরো কঠিন হতো এডাপ্টিভ পেকেজটা ইউটিলাইজ হতে।

কিন্তু দিন শেষে আপনি যতই এডাপ্টিভ হোন, যতই প্রিভিলেজ আপনার থাকুক, কোনো একটা সময়, কোনো একটা স্পেসিফিক টাইমে আপনি আপনার বুকের বাম পাশে একট চিনচিন ব্যাথা অনুভব করবেন। না, এটা ফিজিক্যাল সিস্টেম হতে আগত কোনো এরর না, কিংবা আপনার লাইফের সিন্টেক্স এরর ও না। এটা হলো ওই যে আপনি একটা পুরো জীবন ফেলে আসছেন পিছনে ওই ডাটা গুলো আপনার সিস্টেমে আর ভিজুয়ালাইজ হচ্ছে না। আপনি যতই সিবর্ন বা ম্যাটপটলিব ব্যাবহার করে ডাটা ভিজুয়ালাইজ করা চেষ্টা করেন না কেনো লাভ হবে না। হয়তো ঘরের এক কোণায় বসে কান্না করবেন, শেষে এক গ্লাস পানি খাবেন আর ঘুম দিবেন, ব্যাস। ওহ হ্যাঁ, দেশে আবার ফোন দেওয়া যাবে না ওই সময়।

*ইয়ু নাউ হুয়াই।*

ভালো থাকুক মানুষজন, ভালো থাকুক বন্ধু বান্ধব, ভালো থাকুক প্রিয় দেশ। আল্লাহ হাফেজ।

Share to social media

insta
dreamweavestations

A good design is not only aesthetically pleasing, but also functional. It should be able to solve the problem

Section

Address

53, Kazi Nazrul Islam Road, Chittagong, Bangladesh, 4000

© All rights reserved by Dreamweave stations

facebookinstagramlinkedIntelegram
main logo

Dream weave stations